2021 Class 3 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ part 5 (আগস্ট)
2021 Class 3 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ part 5 (আগস্ট)ঃ
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
তৃতীয় শ্রেণি
বিষয়ঃ আমাদের পরিবেশ
১. শূন্যস্থান পূরণ করাে :
১.১ শোধন করা _________ তেল থেকে কোনাে কোনাে সুতাে তৈরির উপাদান পাওয়া যায়।
উ: খনিজ
১.২ বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানাে যায় এমন একটি জিনিস হলাে______
উ: বালি
১.৩ তােমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তােমার __________ হন।
উ: জেঠিমা
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :
উ:
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
২.১ পালকির বেহারা | (খ) লুপ্ত জীবিকা |
২.২ ডাক্তার | (গ)অ্যাপ্রন |
২.৩ রাজমিস্ত্রি | (ক) বাড়ি-ঘর তৈরি |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি কেন পরেন ?
উ: মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি পড়ে। কারণ, সিন্থেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং কাচার পরে কোঁচকায় না।
৩.২ কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে ?
উ: নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে যেমন –
- জীবিকা নির্বাহের জন্য মানুষ বাসস্থান পরিবর্তন করে।
- চাকরি সূত্রে মানুষ এক জায়গা থেকে অন্যত্র চলে যায়।
- ব্যবসা-বাণিজ্যের কারণেও মানুষ বাসস্থান পরিবর্তন করে।
- প্রাকৃতিক দুর্যোগের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ বড়াে রাস্তার পাশে বাড়ি থাকলে কী কী অসুবিধা হতে পারে ?
উ: বড়াে রাস্তার পাশে বাড়ি থাকলে গাড়ি চলাচলের প্রচন্ড শব্দ এবং হর্নের আওয়াজ শব্দ দূষণ ঘটাবে এর ফলে শরীরে নানা রকম অসুবিধা হতে পারে যেমন- বিশেষ কোনো কাজে মনসংযোগ এর বাধা সৃষ্টি করতে পারে। উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তারা একটু সমস্যায় পড়তে পারেন। এছাড়াও বড় রাস্তার পাশে বাড়ি থাকলে গাড়ি চলাচলের ফলে ধুলোবালি দিয়ে বাড়ি ভর্তি হয়ে যায় এবং এর ফলস্বরূপ সর্দি কাশি প্রভৃতির মতো শারীরিক অসুবিধার সমস্যায় পড়তে হয় । তাছাড়া বড়াে গাড়ি, যেমন লরি ও অন্যান্য যানবাহন চলাচলের ফলে বাড়ি কাঁপতে থাকবে।
এছাড়া দেখোঃ
[Part 5] Class 3 Bengali 2021 Model Task(August) Question & Answers
2021 Activity Task II (August) Class 3 Health and Physical Education Answers
2021 Activity Task II (August) Class 3 Health and Physical Education Answers
2021 Activity Task II (August) Class 3 All Subject Questions(PDF) & Answers