2021 Activity Task II (August) | Class 7 Subject Bengali Part 5 | Class VIII Subject Bengali part 5 Model Activity task Question & Answer | Class 7 Bengali (1st Language) Model Activity Task 2021 Question & Answer |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক(আগস্ট)
বাংলা (প্রথম ভাষা)
সপ্তম শ্রেণী
2021 Activity Task II (August) | Class 7 Subject Bengali Part 5
নীচের প্রশ্নগুলি উত্তর দাও :
১. ‘তুমি কেন এত তাড়াতাড়ি করছো’ ? – এর উত্তরে পৃথিবী লেখককে কী জানিয়েছিল?
উঃ লেখক শিবতোষ মুখোপাধ্যায় তাঁর রচনা ‘কার দৌড় কদ্দুর’ এ পৃথিবীকে প্রশ্ন করেন ‘তুমি কেন এত তাড়াতাড়ি’ এই উত্তরে পৃথিবী তাঁর দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে লেখকের কানে কানে বলেছিল থামা মানে জিবনের শেষ । যতদিন আছো ততদিন চলো , দাঁড়িও না শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না।
২. ‘এই দেখো ভরা সব কিলবিল লেখাবে’?- বক্তার নোটবুকের কিলবিল লেখাতে কোন কোন প্রসঙ্গ রয়েছে ?
উঃ নোট বই কবিতায় বক্তা ভালো কথা শুনলে তা চটপট তাঁর নোটবুকে লিখে নেন। তাঁর নোটবুকের কিলবিল লিখাতে যে সব প্রসঙ্গ গুলি রয়েছে তা হল ফড়িঙের কটা ঠাং ,আরশোলা কী কী খায় ,আংগুলেতে আঠা দিলে কেন লাগে চটপট , কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে ইত্যাদি
৩. ‘……পুরন্দর চৌধুরি দারুন খুশি হয়ে উঠেছিলেন’? – তিনি দারুন খুশি হয়ে উঠেছিলেন কেন?
উঃ পুরন্দর চৌধুরি বোষ্টন শহরে আবহাওয়া বিষয়ে আলোচনায় যোগ দিতে এসেছিলেন। সেই আলচনায় সভায় এক বিজ্ঞানি তাকে মেঘ চোর বলে গালাগাল দেওয়ায় তিনি এমন উত্তেজিত হয়ে উঠেছিল যে তিনি চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে য়ান। কিন্ত যখন চোখ খোলে ,তখন জানতে পারে বিদেশে তাঁর ভাইয়েয় মেয়ে তাঁর সেবা করেছিল । সেই কথা শুনে তিনি দারুন খুশি হয়ে উঠেছিল ।
৪. ‘একদিন ঘটেছিল একটি ঘটনা’ ? –সেই ঘটনার বিবরণ রামকুমার চট্রোপাধ্যায় ‘কাজি নজরুলের গান’ শীর্ষক রচনাংশে কিভাবে উপস্থাপিত করেছেন?
উঃ ‘কাজি নজরুলের গান’ শীর্ষক রচনাংশে কবি তাঁর ছোট বেলার কথা বলেছেন । একদিন স্কুল যাওয়ার সময় তিনি জানতে পারেন যে নেতাজি বক্তৃতা দিবেন এবং কাজী নজুরুল গান গাইবেন। সেদিন সেই গান আর বক্তৃতা শুনে লেখক তাঁর তবলার বোলে ডুবে গলেন । জীবনে প্রথম বার নেতাজি ও কাজী নজুরুলকে দেখার ঘটনা তাঁর জীবনে অমূল্য স্মৃতি হয়ে রয়েছে।
৫. ‘মূঢ় ওড়া , ব্যর্থ মনস্কাম!’ – ‘স্মৃতিচিহ্ন’ কবিতায় কবি কাদের , কেন ‘মূঢ়’ এবং ‘ব্যর্থ মনস্কাম’ বলেছেন?
উঃ সভ্যতার আদিকাল থেকে যে সমস্ত বিদেশী জাতি শক ,হূন, পাঠান ,মোঘল ভারতের মাটিতে অভিযান চালিয়েছে তাদেরকেই কবি মূঢ় বলেছেন।
বিদেশী জাতিগুলির মনস্কাম ব্যর্থ হওয়ার কারন তারা ভেবেছিল যে ভারতের মাটিতে তাদের জয় স্তব্ধ করে তাতে নিজেদের নাম খোদাই করে ভারতবাসির কাছে স্মরনীয় হয়ে থাকবে, কিন্তু তা কোন দিনই সম্ভব হয়নি ।
৬. ‘ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে’ – ঠাকুমা তাঁর নাতনিকে কোন গল্প শোনায় ?
উঃ কবি সুকান্ত ভট্টাচার্য্য তাঁর ‘চিরদিন’ কবিতায় একটি মিষ্টি মধুর গ্রামের চিএ তুলে ধরেছেন । ঠাকুমা তাঁর নাতনিকে আকাল দুর্ভিক্ষের এবং গ্রাম ছেড়ে যাওয়ার ঘটনার গল্পের কথা শোনাতেন ।
৭. ‘কলকাতা শহরটা আমি মোটেও পছন্দ করিনি’ – পএলেখক তাঁর কলকাতা শহরকে অপছন্দের কোন যুক্তি দিয়েছেন ?
উঃ কবির কলকাতা শহরটা মোটেই পছন্দ নয় । কারন তাঁর মনে হয় , যেন ইট কাঠের একটা জন্তু তাকে একেবারে গিলে ফেলেছে । এবং তিনি সেখানে থেকে থেকে যেন সব কিছু হারিয়ে ফেলেছেন।এই কারনে কলকাতা শহরটা মোটেও পছন্দ করিনি তিনি।
how to download class vii model activity task