18 March 2020 Bengali Current Affairs Question and Answer
”National Biodiesel Day” পালন করা হয়-
A. 15th March
B. 16th March
C. 17th March
D. 18th March
Ans: D. 18th March
সম্প্রতি কোন রাজ্য সরকার ক্রীড়াবিদ এবং শিল্পীদের উত্সাহিত করার জন্য স্কিম চালু করেছে?
A. মণিপুর
B. হরিয়ানা
C. মহারাষ্ট্র
D. উত্তর প্রদেশ
Ans: A. মণিপুর
সম্প্রতি ”Women On Board 2020” পর্যবেক্ষণ অনুযায়ী কে প্রথম স্থান অর্জন করেছে?
A. নরওয়ে
B. চীন
C. ভারত
D. জাপান
Ans: A. নরওয়ে
****”Women On Board” এর অর্থ কোন দেশ বিশ্বব্যাপী সংস্থাগুলিতে মহিলাদের বেশি অংশগ্রহণ করে ।
“Phool Dei” উৎসব শুরু হল ভারতের-
A. পশ্চিমবঙ্গে
B. আসামে
C. বিহারে
D. উত্তরাখন্ডে।
Ans: D. উত্তরাখন্ডে।
করোনাভাইরাসের সমস্ত তথ্য দেওয়ার জন্য ওয়েবসাইট চালু করল –
A. মাইক্রোসফট বিং
B. Google
C. Facebook
D.World Bank
Ans: A. মাইক্রোসফট বিং
সম্প্রতি কোন দেশ করোনভাইরাসের সংকটকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করেছে?
A. দক্ষিণ আফ্রিকা
B. আমেরিকা
C. স্পেন
D. উপরের তিনটিই।
Ans: D. উপরের তিনটিই।
সম্প্রতি যে রাজ্য সরকার তার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ‘আরোগ্য মিত্র’ স্থাপনের ঘোষণা দিয়েছে-
A. আসাম
B. মহারাষ্ট্র
C. বিহার
D. উত্তরপ্রদেশ
Ans: D. উত্তরপ্রদেশ
সম্প্রতি ভারতে ”DigiPivot” নামে সেবা চালু করলো-
A. Facebook
B. Bing
C. Google
D. Instagram
Ans: C. Google
সম্প্রতি ভারতের যে রাজ্যটিতে প্রথম জাতীয় বায়ো ফুয়েল বা জৈব জ্বালানী নীতি কার্যকর করেছে-
A. রাজস্থান
B. উত্তপ্রদেশ
C. বিহার
D. মধ্যপ্রদেশ
Ans: A. রাজস্থান
###পূর্বের সমস্ত বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখার জন্য এখানে ক্লিক করুন।
এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রতিদিন পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হন- https://t.me/studysolve
এছাড়া ফেসবুকগ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকুন- https://www.facebook.com/groups/417567958618912/