17 March, 2020 Current Affairs for Competitive in Bengali
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কত শতাংশ বৃদ্ধি করেছে?
A. 04%
B. 07%
C. 09%
D. 02%
Ans: A. 04%
সম্প্রতি সরকার বিশ্বব্যাপী রেল স্টেশন নির্মাণের জন্য কোন সেটশনটি নির্বাচন করেছেন?
A. নয়াদিল্লি রেলওয়ে স্টেশন
B. গোরক্ষপুর স্টেশন
C. বারাণসী স্টেশন
D. লখনউ স্টেশন
Ans: A. নয়াদিল্লি রেলওয়ে স্টেশন
সম্প্রতি খেলাধুলায় 10 জন মেধাবী মহিলার তালিকায় কে প্রথম স্থান অর্জন করেছে?
A. সাইনা নেহওয়াল
B. নীতা আম্বানি
C. প্রীতি জিনতা
D. পিভি সিন্ধু
Ans: B. নীতা আম্বানি
প্রায় ৯৯০ বছরের পুরানো বিশ্বের সব থেকে ছোট ডাইনোসরের দেহাবশেষের সন্ধান কোথায় পাওয়া গেল?
A. মায়ানমার
B. চীন
C. রাশিয়া
D. জাপান
Ans: A. মায়ানমার
ভারতের কোন রাজ্যে প্রথম কোরোনাভাইরাসকে মহামারী হিসাবে ঘোষণা করা হয়েছে?
A. কর্ণাটক
B.হরিয়ানা
C. কেরালা
D. দিল্লী
Ans: B.হরিয়ানা
ভারতের কোন রাজ্যে রোগীর শরীর থেকে করোনা ভাইরাস আলাদা করল?
A. পুনে
B. লক্ষ্ণৌ
C. কানপুর
D. মুম্বাই
Ans: A. পুনে
সম্প্রতি কে COVID অ্যাকশন প্ল্যাটফর্ম চালু করেছে?
A. World Bank
B. World Economic Forum(WEF)
C. Amazon
D. None of these
Ans: B. World Economic Forum(WEF)
কোন ব্যাংক সম্প্রতি ইয়েস ব্যাংকে 300 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে?
A. Bandhan Bank
B. SBI
C. RBI
D.HDFC
Ans: A. Bandhan Bank
প্রশান্ত কুমার নিচের কোন ব্যাংকের MD ও CEO হলেন?
A.IDBI
B.HDFC
C.Yes Bank
D.None of These.
Ans: C.Yes Bank
সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম ”Digital Parcel Locker Service” চালু হল?
A. পশ্চিমবঙ্গ
B. দিল্লি
C. তামিলনাড়ু
D. পাঞ্জাব
Ans: A. পশ্চিমবঙ্গ
সুরজিৎ সিং দেশওয়াল কোন আধাসামরিক বাহিনীর মহাপরিচালক হন?
A. সীমান্ত সুরক্ষা বাহিনী
B. সশস্ত্র সীমান্ত বাহিনী
C. কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী
D. ন্যাশনাল সিকিউরিটি গার্ড
Ans: A. সীমান্ত সুরক্ষা বাহিনী
###পূর্বের সমস্ত বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখার জন্য এখানে ক্লিক করুন।
এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রতিদিন পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হন- https://t.me/studysolve
এছাড়া ফেসবুকগ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকুন- https://www.facebook.com/groups/417567958618912/