16 March, 2020 Current Affairs in Bengali | Ajker Current Affairs in Bengali
সম্প্রতি সংসদীয় কমিটি কতটি রাজ্যকে কেরোসিন মুক্ত ঘোষণা করেছে?
A. দুইটি রাজ্য
B. তিনটি রাজ্য
C. চারটি রাজ্য
D. পাঁচটি রাজ্য
Ans: B. তিনটি রাজ্য(হরিয়াণা, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ)।
বিস্তারিত জানতে এখানে পড়ুন।
সম্প্রতি কোন দেশে একমাত্র সাদা মহিলা জিরাফটি মারা গেছে?
A. কেনিয়া
B. সুদান
C. দক্ষিণ আফ্রিকা
D. উত্তর কোরিয়া
Ans: A. কেনিয়া
কেনিয়ার রাজধানী নাইরোবি, রাষ্ট্রপতি – উহুরু কেনিয়াত্তা, সরকারি ভাষা: সোয়াহিলি (১৯৬৩ থেকে), ইংরেজি, মুদ্রা: কেনিয়ান শিলং (KES)।
সম্প্রতি কে উগান্ডার সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছেন?
A. রাজেশ চ্যাপলট
B. বিবেক জোহরী
C. পেয়াং যাদব
D. সুরজিৎ সিং
Ans: A. রাজেশ চ্যাপলট
উগান্ডার রাজধানী কমপালা, মুদ্রা: উগান্ডা শিলিং, রাষ্ট্রপতি-ইওভেরি মিউসেভেনি.
সম্প্রতি করোনভাইরাস মোকাবিলায় কে 200 মিলিয়ন মার্কিন ডলার প্রদান করার কথা ঘোষণা করেছে?
A. ওয়ার্ল্ড ব্যাংক
B. ADB ( Asian Development Bank)
C. WHO
D. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
Ans: B. ADB ( Asian Development Bank)
করোনার ভাইরাসটি 100 টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রায় 4000 মানুষ মারা গেছে |
ADB প্রতিষ্ঠিত – 1966, সদর দফতর – ম্যানিলা (ফিলিপাইন), রাষ্ট্রপতি-মাসুক এস্কওয়া
সম্প্রতি কে কেপিএমজির 2020 গ্লোবাল টেকনোলজি ইন্ডাস্ট্রি ইনোভেশন জরিপে স্থান পেয়েছে?
A. সিঙ্গাপুর
B. চীন
C. ভারত
D. রুশ
Ans: A. সিঙ্গাপুর
KPMG – এটি একটি বহুজাতিক পেশাদার নেটওয়ার্ক পরিষেবা | সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি, মুদ্রা: সিঙ্গাপুর ডলার,
প্রধানমন্ত্রী-লি সিওন লুং |
সম্প্রতি কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ?
A. Microsoft
B. Facebook
C. Amazon
D. রিলায়েন্স।
Ans: A. Microsoft
Microsoft 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এর সদর দফতর ওয়াশিংটনে, CEO হলেন সত্য নাদেলা | Microsoft প্রতিষ্ঠাতা বিল গেটস স্বাস্থ্য শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের জন্য কাজ করেন এবং এখন তাঁর সমস্ত সময় স্বাস্থ্য শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন এবং শিক্ষার উন্নয়নের জন্য মাইক্রোসফ্টের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন।
Dana Zatopkova সম্প্রতি মারা গেছেন তিনি কে ছিলেন?
A. জ্যাভলিন চ্যাম্পিয়ন
B. লেখক
C. গায়ক
D. অভিনেতা
Ans: A. জ্যাভলিন চ্যাম্পিয়ন | ১৯৬০ সালে তিনি সেন্ট হেলেন্স গ্রাউন্ড-এ স্বর্ণপদক জিতেছিলেন।
পূর্বের কারেন্ট অ্যাফেয়ার্সগুলিঃ
Daily Current Affairs MCQ (15 March, 2020) in Bengali
14 March, 2020 GK MCQ Current Affairs Question Answer Bengali
13 March, 2020 Current Affairs in Bengali
12th March, 2020 Current Affairs in Bengali
10th March 2020 Current Affairs in Bengali
9th March 2020 Current Affairs MCQ in Bengali
এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রতিদিন পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হন- https://t.me/studysolve
এছাড়া ফেসবুকগ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকুন- https://www.facebook.com/groups/417567958618912/