বিজ্ঞান- এর কুইজ প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্নঃ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি’ কী?
উত্তরঃ কুষ্ঠরোগের ব্যাকটেরিয়া।
প্রশ্নঃ চিংড়ি, কাঁকড়া ইত্যাদি প্রাণীর রক্তকে কী বলে?
উত্তরঃ হিমোসিলোমিক তরল।
প্রশ্নঃ পতঙ্গদের রক্তকে কী বলে?
উত্তরঃ হিমোলিম্ফ।
প্রশ্নঃ মানুষের প্রতিটি বৃক্কে (কিডনি) কত নেফ্রন থাকে?
উত্তরঃ 10 লক্ষ।
প্রশ্নঃ মানুষের মেরুদণ্ডে কতগুলি কশেরুকা থাকে?
উত্তরঃ 26টি।
প্রশ্নঃ মানবদেহের ভারসাম্য কে রক্ষা করে?
উত্তরঃ কর্ণের অর্ধবৃত্তাকার নালি এবং অটোলিথ যন্ত্র।
প্রশ্নঃ রাজস্থানের একটি লুপ্তপ্রায় পাখির নাম করো।
উত্তরঃ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড।
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি কোন্টি?
উত্তরঃ টাকমাথা ঈগল।
প্রশ্নঃ কোন্ পাখি সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে?
উত্তরঃ জেনটু পেঙ্গুইন।
প্রশ্নঃ কোন্ পাখির ঠোঁটের প্রান্তে নাসারন্ধ্র আছে?
উত্তরঃ কিউই।
প্রশ্নঃ মাছের হূৎপিণ্ডে ক-টি প্রকোষ্ঠ থাকে?
উত্তরঃ 2টি।
প্রশ্নঃ টিকটিকি (অসম্পূর্ণ), কুমির, পাখি, স্তন্যপায়ী প্রাণীর হূৎপিণ্ডে ক-টি প্রকোষ্ঠ থাকে?
উত্তরঃ 4টি।
প্রশ্নঃ কোন্ বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম?
উত্তরঃ বেগুনি।
প্রশ্নঃ ‘ডেড হার্টিস’ কোন্টিতে হয় – ধান, ভুট্টা, আখ, বাজরা ?
উত্তরঃ ধান।
প্রশ্নঃ লালাগ্রন্থি, যকৃৎ, বৃক্ক কী ধরনের গ্রন্থি ?
উত্তরঃ বহিঃক্ষরা গ্রন্থি।
প্রশ্নঃ পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল কী ধরনের গ্রন্থি ?
উত্তরঃ অন্তঃক্ষরা গ্রন্থি।
প্রশ্নঃ মানবদেহে একমাত্র মিশ্রগ্রন্থির উদাহরণ দাও।
উত্তরঃ অগ্ন্যাশয়।
প্রশ্নঃ মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
উত্তরঃ যকৃৎ।
প্রশ্নঃ মানুষের রক্তের লোহিত কণিকা বাঁচে কতদিন?
উত্তরঃ 120 দিন।
এছাড়া দেখে নিতে পারোঃ
সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর