৮৫ টি মাধ্যমিক জীবনবিজ্ঞানের অত্যন্ত গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর(85 Very Very Important Question and Answer)
প্রিয় ছাত্র-ছাত্রীরা তো কেমন চলছে পড়াশুনা? আশাকরি ভালোই চলছে। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার আর বেশিদিন নেই। একটু ভালোভাবে পড়াশুনা করো। রেজাল্ট ভালো হলে বাব-মা, পরিবার-পরিজন সবাই খুশী । আর নিজেকে তখন পৃথিবীর সবথেকে সুখী মনে হয় তাই না?
যাইহোক, আমরাও আছি তোমাদের পাশে রেজাল্ট ভালো করার লক্ষ্যে। আর এজন্যই তৈরি করেছি সুন্দর একটা অ্যান্ড্রয়েড অ্যাপ। এই অ্যাপটির মধ্যে অনেকগুলি গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আছে এবং এর পাশাপাশি অনলাইন ক্লাসেরও ব্যবস্থা করা আছে, যা মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি ভীষণ কাজ করবে। তাই দেরি না করে অ্যাপটি নিচের লিংক থেকে তাড়াতাড়ি ডাউনলোড করে নাও।
অ্যাপটির কিছু নমুনা প্রশ্ন তুলে দেওয়া হলঃ
১) লজ্জাবতীর পাতা স্পর্শ করলে পাতাগুলি মুদে যায়- এটি কি ধরনের চলন?
উঃ সিসমোন্যাস্টিক চলন।
২) উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোকের উৎসের দিকে হয় তখন তাকে কী চলন বলে? উঃ ফোটোট্রপিক চলন বলে।
৩) বনচাঁড়ালের পাতায় কী প্রকারের চলন দেখা যায়? উঃ প্রকরণ চলন।
৪) মাছের কোন অঙ্গটি মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? উঃ পটকা।
৫) মাছের পাখনার সংখ্যা কয়টি? উঃ ৭ টি।
৬) মাছের কোন পাখনা মাছের দিক পরিবর্তনে সাহায্য করে? উঃ পুচ্ছ পাখনা।
৭) কোন পেশি মাছের গমনে সাহায্য করে? উঃ মায়াটোম পেশি।
৮) মাছকে জলে স্থিরভাবে ভাসতে সাহায্য করে কোন পাখনা? উঃ বক্ষ পাখনা ও শ্রেণী পাখনা।
৯) উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রকারী হরমোনটির নাম কী? উঃ অক্সিন।
১০) কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলে? উঃ অ্যাড্রিনালিন ।
ডাউনলোড করুনঃ এখানে ক্লিক করুন
অ্যাপটি ডাউনলোডে সমস্যা হলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে।
dada ata download hocche na ..plz help me
eta click kortei direct download shuru hoye jay. ar ekbar onno browser diye try koro.
Download হচ্ছে না