সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তরঃ বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম
প্রশ্নঃ শামুক -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ বোজানাসের অঙ্গ
প্রশ্নঃ কেঁচো -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ নেফ্রিডিয়া
প্রশ্নঃ তারামাছ -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ অ্যামিবোসাইট
প্রশ্নঃ আম্ফিঅক্সাস -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ সোলোনোসাইট
প্রশ্নঃ আরশোলা -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ ম্যালপিজিয়ান
প্রশ্নঃ চিংড়ি -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ সবুজ গ্রন্থি
প্রশ্নঃ কেঁচো , জোঁক -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ নেফ্রিডিয়া
প্রশ্নঃ মাকড়শা , কাঁকড়া , বিছে -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ কক্সাল গ্রন্থি
প্রশ্নঃ ফিতাকৃমি , প্লানেরিয়া -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ ফ্লেম কোশ
প্রশ্নঃ ঝিনুক -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ কেবারের অঙ্গ
প্রশ্নঃ অ্যাসকারিস -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ রেনেট কোশ
প্রশ্নঃ স্পঞ্জ , হাইড্রা -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ দেহতল
প্রশ্নঃ মানুষ সহ অনান্য সকল মেরুদণ্ড প্রাণী এবং কয়েক প্রকার লোমাস্কা পর্ব ভুক্ত প্রাণী -এর রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ বৃক্ক
এছাড়াও পড়ুনঃ
সাধারণ জ্ঞানঃ কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়?
কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন শব্দের পূর্ণরুপ/পুরোনাম/সম্পূর্ণ নাম
মানবদেহের বিভিন্ন অস্থির বিজ্ঞানসম্মত নামগুলি
বিজ্ঞানের বিভিন্ন সূত্র: কে কোন সূত্র আবিষ্কার করেন? ।
সাধারণ জ্ঞানঃ কিছু রোগ ও জীবাণু