ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর আকাশ ভরা সূর্য তারাঃ প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ, আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস ষষ্ঠ শ্রেণির ভূগোল- ” আমাদের পরিবেশ” থেকে নিয়মিত অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর দেওয়ার চেষ্টা করছি। আজকের এই পোস্টে ষষ্ঠ শ্রেণির ভূগোল এর প্রথম অধ্যায় ”আকাশ ভরা সূর্য তারা” থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দিয়েছি। এই প্রশ্ন উত্তর গুলি নিয়মিত প্রাকটিস করলে ইউনিট পরীক্ষা বার্ষিক পরীক্ষায় ভীষণ উপকৃত হবে বলে আশা করা যায়। প্রশ্ন উত্তর গুলি তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যবই আমাদের পৃথিবী(ভূগোল বই) এর সাহায্য নেওয়া হয়েছে। প্রশ্ন-উত্তর সংক্রান্ত কোন ভুলত্রুটি থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাব , আমরা অতি সত্ত্বর তা সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ।
বিষয় | আমাদের পরিবেশ( ভূগোল) |
শ্রেণী | ষষ্ঠ |
অধ্যায় | আকাশ ভরা সূর্য তারা(প্রথম) |
বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ |
কত বছর আগে মহাবিশ্বের প্রসারণ শুরু হয়?
উত্তরঃ প্রায় ১৪০০কোটি বছর আগে।
নীহিরিকা কি?
উত্তরঃ মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাহলো নীহারিকা।
ছায়াপথ কিভাবে তৈরি হয়?
উত্তরঃ লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়।
সূর্যকে বাদ দিয়ে আমাদের কাছের সবথেকে নক্ষত্রটির নাম কি?
উত্তরঃ প্রক্সিমা সেন্টারাই।
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কোটি কিলোমিটার?
উত্তরঃ 15 কোটি কিলোমিটার।
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেন্ড।
ধ্রুবতারা আকাশের কোন দিকে দেখা যায়?
উত্তরঃ উত্তর দিকে।
সপ্তর্ষিমণ্ডল আকাশের কোন দিকে দেখা যায়?
উত্তরঃ উত্তর আকাশে।
সপ্তর্ষিমণ্ডল কি?
উত্তরঃ উত্তর আকাশে সাতটি উজ্জ্বল তারা।
পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়?
উত্তরঃ 13 লক্ষ গুণ বড়।
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ।
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি?
উত্তরঃ বৃহস্পতি।
আকাশের কোন দিকে সন্ধ্যা তারা দেখা যায়?
উত্তরঃ পশ্চিম আকাশে।
নেপচুন গ্রহের রং কি?
উত্তরঃ নীল।
সৌরজগতের বামন গ্রহ টির নাম কি?
উত্তরঃ বুধ।
পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি?
উত্তরঃ চাঁদ
সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি?
উত্তরঃ সেরেস।
ধূমকেতু কাকে বলে?
উত্তরঃ ঝাটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক কে বলে ধুমকেতু।
তারাখসা কাকে বলে?
উত্তরঃ মেঘিন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায় একে বলে তারা খসা।
পৃথিবীতে কে হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
উত্তরঃ 76 বছর পর পর।
মহাকাশ যাওয়ার পোশাক কে কি বলে?
উত্তরঃ স্পেস স্যুট।
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র টির নাম কি?
উত্তরঃ ISRO
ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি?
উত্তরঃ রাকেশ শর্মা।
মহাকাশের প্রথম যাত্রীর নাম কি?
উত্তরঃ রাশিয়ার কুকুর লাইকা।
পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি?
উত্তরঃ ভ্যালেন্তিনা তেরেসকোভা।
কোন ভারতীয় মহিলা প্রথম মহাশূন্যে পাড়ি দেন।
উত্তরঃ কল্পনা চাওলা।
কোন গ্রহের ৭ টি বলয় রয়েছে?
উত্তরঃ শনি গ্রহের।
কোন গ্রহের রং সবুজ?
উত্তরঃ মিথেন।
কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?
উত্তরঃ পৃথিবী ।
আমরা কোন গ্রহে বাস করি?
উত্তরঃ পৃথিবী গ্রহে।
সৌরজগতের কোন গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে?
উত্তরঃ পৃথিবী গ্রহে।
এছাড়া দেখে নিতে পারোঃ
ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানঃ পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা প্রশ্ন ও উত্তর
Class 6 Bengali: ভরদুপুরে । নীরেন্দ্রনাথ চক্রবর্তী । প্রশ্ন ও উত্তর
Class 6 Bengali: শংকরসেনাপতি- শ্যামল গঙ্গোপাধ্যায় / প্রশ্ন ও উত্তর