লক্ষীর ভান্ডার প্রকল্প- কারা কারা এই সুবিধা পাবেন?
লক্ষীর ভান্ডার প্রকল্পটি কী:
এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প।
কারা এই সুবিধা পাবেন:
২৫ থেকে ৬০ বছর বয়সি, এই রাজ্যের যে কোনও পরিবারের মহিলা সদস্য, কোনও সরকারি সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা/বিধিবদ্ধ সংস্থা/পঞ্চায়েত/পৌরনিগম/পৌরসভা/স্থানীয় স্বশাসিত সংস্থা/সরকার পােষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনও চাকুরি থেকে মাসিক উপার্জন
করেন না – এইরূপ প্রতেক তপশিলি জাতি আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক ১০০০ টাকা এবং তপশিলি জাতি/আদিবাসী জনজাতি পরিবার ভিন্ন অন্য পরিবারের মহিলা। সদস্য মাসিক ৫০০ টাকা সহায়তা পাবেন।
কী কী নথি লাগবে:
১। স্বাস্থ্যসাথী কার্ড-এর স্বপ্রত্যয়িত ফটোকপি।
২। আধার কার্ড-এর স্বপ্রত্যয়িত ফটোকপি।
৩ | তপশিলি জাতি/আদিবাসী জনজাতি শংসাপত্র-এর স্বপ্রত্যয়িত ফটোকপি।
৪। আবেদনকারীর ব্যাঙ্কের পাশবইয়ে আকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, আই এফ এস কোড এবং এম আই সি আর কোড সহ অন্যান্য দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার স্বপ্রত্যয়িত ফটোকপি।
৫। আবেদনকারীর পাসপাের্ট মাপের রঙিন ফটো।
যথাযথভাবে স্বাক্ষরকরা আবেদনকারীর নিমলিখিত ঘােষণাপত্র:
ক) তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী।
খ) তিনি কোনও সরকারি/সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থাবিধিবদ্ধ সংস্থা/পৌরসভা স্থানীয় স্বশাসিত সংস্থা/সরকার পােষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনও চাকুরি থেকে মাসিক উপার্জন
গ) আবেদনপত্রে দাখিল করা সকল তথা সত্য।
যোগাযােগ: দুয়ারে সরকার ক্যাম্প।
বিশদ জানার জন্য: www.wbcdwdsw.gov.in ওয়েবসাইট দেখুন।
লক্ষ্মীর ভান্ডার এর নতুন ফর্ম – Lakshmir Bhandar New Form Bengali: