মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর 2020 | গ্যাসের আচরণ |অধ্যায়-২
Madhyamik Physical Science Question and Answer in Bengali 2020, গ্যাসের আচরণ প্রশ্ন ও উত্তর। WBBSE Madhyamik Class 10th Physical Science Question and Answer in Bengali. মাধ্যমিক ভৌতবিজ্ঞান MCQ Question and Answer.মাধ্যমিক ভৌতবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।
চালর্স ও বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটি লেখাে।
Ans: PV = KT [P = চাপ, V = আয়তন, T = পরম উন্নতা এবং K = ধ্রুবক]
আদর্শ গ্যাস সমীকরণটি লেখাে।
Ans: PV = nRT [R = সর্বজনীন গ্যাস ধ্রুবক, n = মােল সংখ্যা]।
STP-তে এক মােল যে কোনাে গ্যাসের আয়তন কত?
Ans: 22.4 লিটার।
ফারেনহাইট স্কেলে চরম শূন্যের মান কত?
Ans: – 459.4°F
কোন ধর্মের জন্য ধূপের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে?
Ans: গ্যাসের ব্যাপন ধর্ম।
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত?
Ans: 76 সেমি পারদস্তম্ভের চাপ।।
বয়েলের সূত্রে ধ্রুবক কী কী?
Ans: গ্যাসের চাপ ও ভর।
চার্লসের সূত্রে ধ্রুবক কী কী?
Ans: গ্যাসের উষ্ণতা ও ভর।
কোন তাপমাত্রায় গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয় ?
Ans: –273°C উষ্ণতায়।
এছাড়াও দেখুনঃ
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর 2020 | পরিবেশের জন্য ভাবনা | অধ্যায়-১
কোন উয়তায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় ?
Ans: প্রমাণ উষ্ণতায় বা –273°C উষ্ণতায়।
পরম শূন্য তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে কত?
Ans: -273°C
কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত?
Ans: 273k
t°C উষ্মতাকে কেলভিন স্কেলে প্রকাশ করাে।
Ans: t°C = (t+ 273) k
তাপমাত্রার সেলসিয়াস ও পরম স্কেলের মধ্যে সম্পর্কটি লেখাে।
Ans: T = 273 + t
উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?
Ans; 273+100=373k
পরম উষ্ণতায় বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত?
Ans: 273k
30°C এবং 300k-এর মধ্যে কোন উষ্মতাটি অধিক?
Ans: 30°C
27°C উষ্ণতার মান পরম স্কেলে কত?
Ans: 273+27 =310k
সেলসিয়াস স্কেলে দু’টি বস্তুর তাপমাত্রার পার্থক্য 10° হলে কেলভিন স্কেলে এই তাপমাত্রার পার্থক্য কত হবে?
Ans: 10° হবে।
কোনাে একদিনের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 37°C হলে কেলভিন স্কেলে তাপমাত্রার মান কত?
Ans: 273+37=310k
0°C এবং 0°F-এর মধ্যে কোনটি বেশি তাপমাত্রা নির্দেশ করে?
Ans: 0°C
‘R’ অক্ষর দ্বারা কোন ভৌত রাশিকে বােঝানাে হয়?
Ans: সর্বজনীন গ্যাস ধ্রুবক।
SI এককে ‘R’-এর মান কত?
Ans: 8.314 জুল.মােল -¹.k -¹
অন্যান্য বিষয়গুলিও দেখুনঃ
Madhyamik Mathematics MCQ Online Test SET-1[Bengali]
WBBSE Madhyamik Class 10th Physical Science Online Test | SET- 1
মাধ্যমিক ইতিহাস(Madhyamik History): দুই নম্বরের প্রশ্ন ও উত্তর ।
মাধ্যমিক বাংলা (Madhyamik Bangla)। সঠিক উত্তর নির্বাচন করো । প্রশ্ন ও উত্তর