মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর 2022 | পরিবেশের জন্য ভাবনা | অধ্যায়-১:
Madhyamik Physical Science Question Answer in Bengali- Chapter-1, পরিবেশের জন্য ভাবনা। অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।
1. মন্ট্রিল চুক্তি কীজন্য স্বাক্ষরিত হয়েছিল?
Ans: CFC গ্যাসের উৎপাদন ও ব্যবহার বন্ধ করার জন্য।
2. CBM কী ?
Ans: CBM হলাে কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাস।
3. বায়াে ফুয়েলের একটি ব্যবহার লেখাে।
Ans: জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
4. মন্ট্রিল প্রােটোকল স্বাক্ষরিত হয় কত সালে?
Ans: 1987 সালে।
5. মিথেন গ্যাসের কোন উৎস ভবিষ্যতে জ্বালানির চাহিদা পূরণে সক্ষম হবে?
Ans: মিথেন হাইড্রেট।
6. রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস থাকে?
Ans: LPG
7, কয়লার তাপনমূল্য কত?
Ans: 25-30 kj/g
8. সৌরকোশে কোন ধাতুকল্প ব্যবহার করা হয়?
Ans: আর্সেনিক।
9. সৌরকোশে বিভব প্রভেদ কত থাকে?
Ans: 0.5 V
10. বায়ােগ্যাসের প্রধান উপাদান কী?
Ans: 75% মিথেন।
11. CNG-র পুরাে নাম কী?
Ans: Compressed Natural Gas.
12. বায়ুমণ্ডলের কোন অঞ্চলে অতিবেগুনি রশ্মি শােষিত হয় ?
Ans: ওজোনস্তরে।
13. বায়ুমণ্ডলের ওজোনস্তর ধ্বংসের জন্য প্রধানত কোন গ্যাসগুলি দায়ী?
Ans: ক্লোরােফ্লুরােকার্বন (CFC) ও নাইট্রিক অক্সাইড (NO)।
14. ভূপষ্ঠের কোনাে স্থানের বাতাসের স্বাভাবিক চাপ কত? |
Ans: 76 সেমি পারদস্তম্ভের সমান বা 750.246 mmHg
15. বায়ুমণ্ডলের ট্রপােস্ফিয়ারে এক কিলােমিটার উচ্চতা বৃদ্ধিতে উয়তা হ্রাসের।
মাণ কত?
Ans: 6.5° সেলসিয়াস।
16. কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশনগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে?
Ans: এক্সোস্ফিয়ারে।
17. বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি?
Ans: মেসােস্ফিয়ার (এই অঞলের সর্বনিম্ন উষ্মতা প্রায় –85°C)।
18. এক্সোস্ফিয়ারের প্রধান উপাদান কী?
Ans: হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস।
19. বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি?
Ans: CO₂ , (কার্বন ডাই-অক্সাইড)।
20. কোন পদ্ধতিতে বায়ুমণ্ডলের প্রতিটি স্তরে তাপ সঞ্চালিত হয় ?
Ans: পরিচলন পদ্ধতিতে।
21. ওজোনস্তরের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয় ?
Ans: DU বা ডবসন একক।
22. দু’টি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখাে।
Ans: সৌরশক্তি, বায়ােমাস শক্তি।
23. রেফ্রিজারেটর ও শীতাতপ যন্ত্রে (AC) হিমায়ক হিসেবে কোন যৌগ ব্যবহৃত হয়?
Ans: CFC গ্যাস।
24. CFC-এর পুরাে নাম ও সংকেত লেখাে।
Ans: ক্লোরােফ্লুরােকার্বন (CF₂CI₂,)।
25. LPG এর পুরো নাম কী?
Ans: লিক্যুইফাইড পেট্রোলিয়াম গ্যাস।
26. বায়ুমন্ডলের কোন অঞ্চলে বিমান চলাচল করে?
Ans: স্ট্র্যাটোস্ফিয়ারে।
27. তাপনমূল্যের এককের নাম লেখো।
Ans: কিলোজুল/গ্রাম
28. নাইট্রোজেনের কোন অক্সাইড ওজোস্তর ধ্বংসের জন্য দায়ী?
Ans: নাইট্রিক অক্সাইড।
অন্যান্য বিষয়গুলিঃ
Madhyamik Mathematics MCQ Online Test SET-1[Bengali]
WBBSE Madhyamik Class 10th Physical Science Online Test | SET- 1
মাধ্যমিক ইতিহাস(Madhyamik History): দুই নম্বরের প্রশ্ন ও উত্তর ।
মাধ্যমিক বাংলা (Madhyamik Bangla)। সঠিক উত্তর নির্বাচন করো । প্রশ্ন ও উত্তর