1. নদী, উপনদী ও শাখানদী বিধৌত অঞ্চলকে বলা হয়—
(a) প্লাবনভূমি
(b) নদী উপত্যকা
(c) নদী অববাহিকা
(d) জলবিভাজিকা।
2. নদী মােহনায় জোয়ারের জলে পুষ্ট অগভীর ও প্রশস্ত নদীখাতকে বলে–
(a) ভৃগু।
(b) নদীখাত
(c) খাঁড়ি
(d) ঢালুপাড়।
3.বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে তাকে বলা হয়—
(a) আরােহণ
(b) অবরােহণ
(c) পর্যায়ন
(d) পুযুক্ষয়
4. নদী, হিমবাহ, বায়ুপ্রবাহের ক্রিয়াকে প্রধানত বলা হয়-
(a) অন্তর্জাত প্রক্রিয়া
(b) বহির্জাত প্রক্রিয়া
(c) বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া
(d) মহাজাগতিক প্রক্রিয়া
5. যে গ্রিক অক্ষরের মতাে বদ্বীপের আকৃতি সেটি হল—
(a) গামা
(b) বিটা
(c) আলফা
(d) ডেলটা ।
6. পৃথিবীর গভীরতম গিরিখাতটি যে নদীর উপর অবস্থিত সেটি হল—
(a) গঙ্গা
(b) ব্রম্মপুত্র
(c) মিসিসিপি
(d) কোনােটাই নয়
7. নদীর গতিপথে সর্বাধিক ক্ষয়কার্য হয়—
(a) মধ্যগতিতে
(b) উচ্চ-মধ্যগতিতে
(c) উচ্চ গতিতে
(d) নিম্নগতিতে
8. মন্থকূপ সৃষ্টি যার ক্ষয়কার্যের ফলে হয় সেটি হল—
(a) হিমবাহ
(b) বায়ু
(c) সমুদ্রতরঙ্গ
(d) নদী
9. নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে, তার বহন ক্ষমতা—
(a) 20 গুণ
(b) 40 গুণ
(c) 64 গুণ
(d) 80 গুণ বৃদ্ধি পায়
10. ঘােড়ামারা দ্বীপটি যে নদীর মােহনায় অবস্থিত সেটি হল—
(a) মহানন্দা
(b) দামােদর
(c) রূপনারায়ণ
(d) হুগলি
ii. নদী উপত্যকার আকৃতি প্রায়—
(a) L আকৃতি
(b) U আকৃতি
(c) V আকৃতি
(d) সবকটি
12. নদী, উপনদী-শাখানদী বিধৌত অঞ্চল হল—
(a) অববাহিকা
(b) প্লাবনভূমি
(c) বদ্বীপ
(d) উপত্যকা
13. একাধিক নদী যেখানে মিলিত হয় তাকে বলে—
(a) জলবিভাজিকা
(b) দোয়াব
(c) নদী সঙ্গম
(d) নদী উৎস
14. পলল শঙ্কুর গড় ঢাল—
(a) 15°
(b) 20°
(c) 25°
(d) 30°
15. অবতল পাড়ের দিকে নদীখাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে বলে—
(a) রিফিল
(b) পুল
(c) প্লাহ
(d) থলওয়েগ
16. পিরামিড চূড়ার উদাহরণ—
(a) মা
(b) কিনলে
(c) মাকালু
(d) ম্যাটারহর্ণ
17. ভারতের বৃহত্তম হিমবাহটি হল—
(a) জেমু
(b) যমুনােত্রী
(c) গঙ্গোত্রী
(d) সিয়াচেন
18. হিমবাহ সঞ্জিত বড়াে বড়াে শিলাখন্ডকে বলে
(a) এসকার
(b) কেম
(C) লােব
(d) আগামুক
19. করি উপত্যকায় সৃষ্ট হ্রদকে বলা হয়—
(a) টার্ন
(b) কুস
(c) সার্ক
(d) বস
20. হিমরেখার প্রান্তে সৃষ্ট সমভূমিকে বলে—
(a) প্লাবনভূমি
(b) বদ্বীপসমভূমি
(c) বহিঃধৌত সমভূমি
(d) উপকূলীয় সমভূমি
Check Also:
WBBSE Madhyamik Geography MCQ Question and Answer in Bengali Language
Madhyamik Geography MCQ Question and Answer in Bengali Language