মাধ্যমিক পাশে চাকরি 2021ঃ অয়েল ইন্ডিয়ায় প্রচুর পদে চাকরির সুযোগঃ
অয়েল ইন্ডিয়ায় চুক্তির ভিত্তিতে প্রচুর পদে নিয়োগ শুরু হয়েছে। সুপারভাইজার, রিগম্যান ছাড়াও মোট ১১৫ পদে হবে নিয়োগ। ১৬ অগাস্ট থেকে শুরু হবে সরাসরি ইন্টারভিউ। নিযুক্তদের অসম ও অরুণাচলপ্রদেশে চুক্তির ভিত্তিতে কাজে যোগ দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনের জন্য মাধ্যমিক পাস (১০ ক্লাস উত্তীর্ণ) হতে হবে। সঙ্গে আইটিআই-এর ছাড়পত্র থাকতে হবে আবেদনকারীর। এছাড়া পদ বিশেষে আবেদনের ক্ষেত্রে দ্বাদশ ও স্নাতক স্তর উত্তীর্ণ হতে হবে।
কোন পদে কত জন নিয়োগ জেনে নিনঃ
- অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার- ১ টি পদ
- অ্যাসিস্ট্যান্ট ফিটার-২ টি পদ
- ইলেক্ট্রিক্যাল সুপারভাইজার-৫টি পদ
- অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক-৫টি পদ
- গ্যাস লগার-৮টি পদ
- কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট-১০টি পদ
- অ্যাসিস্ট্যান্ট রিগ ইলেক্ট্রিশিয়ান-১০টি পদ
- অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল পাম্প-১৭টি পদ
- ড্রিলিং রিগম্যান-২৬টি পদ
- অ্যাসিস্ট্যান্ট মেকানিক- আইস: ৩১ পদ
প্রার্থী বাছাইয়ের পদ্ধতিঃ
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই চাকরিপ্রার্থীর দক্ষতার পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা নেবে ‘অয়েল ইন্ডিয়া’ কর্তৃপক্ষ। https://www.oil-india.com এই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার বিষয়ে সবকিছু জানতে পারবেন।
আবেদনের নিয়মঃ
ইচ্ছুক আবেদনকারীদের ১৬.০৮.২০২১ থেকে ১৩.০৯.২০২১-এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র ও অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে।
ইন্টারভিউয়ের স্থানঃ,
সব চাকরিপ্রার্থীদের এমপ্লয়ি ওয়েলফেয়ার অফিস, নেহরু ময়দান, অয়েল ইন্ডিয়া লিমিটেড, দুলিয়াজানে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশনের সময় সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত। এখানে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে।
আবেদনকারী বিস্তারিত জানতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিশিয়াল ওয়েবাসাইট- https://www.oil-india.com-এ যোগাযোগ করে নিতে হবে। নিযুক্তরা (১৫০০০-২০০০০)টাকা মাসিক বেতন পাবেন। তবে পদ বিশেষে বেতনের তারতম্য হতে পারে।
সোর্সঃ ইন্টারনেট