মাধ্যমিক গণিত সাজেশন ২০২০ । উপপাদ্য, সম্পাদ্য ।
উপপাদ্যঃ.১) যেকোনো সমকোণী ত্রিভূজের অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
অথবা
পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো।(পৃষ্ঠা-285) ।
২) কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি সমকোণী হবে, যার বৃহত্তম বাহুর বিপরীত কোণ সমকোণ হবে ।
অথবা
পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি লেখো।(পৃষ্ঠা- 286)
3) প্রমাণ করো কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ও বৃত্তচাপের দ্বারা যেকোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ।(পৃষ্ঠা- 123)
4) বৃত্তস্থ চতুভূর্জের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক( পৃষ্ঠা- 164).
****এছাড়া উপপাদ্য- 32 ও 33 (পৃষ্ঠা- 59,60)
সম্পাদ্যঃ
১) অন্তর্বৃত্ত অঙ্কণ কর।
যেমন- 6 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভূজ অঙ্কন কর এবং ঐ ত্রিভূজটির একটি অন্তর্বৃত্ত অঙ্কণ কর।
২) জ্যামিতিক উপায়ে বর্গমূল।
যেমন জ্যামিতিক উপায়ে √21, √19,√27, √38 এর বর্গমূল নির্ণয় করো।
৩) আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কণ করো।
যেমন-সেমি ও সেমি বাহুবিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কণ কর এবং ঐ আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কণ করো। ( কেবলমাত্র অঙ্কণ চিহ্ন দিতে হবে)।
মাধ্যমিক গণিতের অন্যান্য বিষগুলিও দেখুনঃ
Madhyamik Mathematics Mock Test in Bengali SET-2
Madhyamik Mathematics MCQ Online Test SET-1[Bengali]