মাধ্যমিক ইতিহাস 2023 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (প্রথম থেকে পঞ্চম অধ্যায়)
মাধ্যমিক ইতিহাস—এক কথায় উত্তর
(প্রথম-পঞ্চম অধ্যায়)
১. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন – ইংরেজরা।
২. ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক- ডঃ রঞ্জিত গুহ।
৩. ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র- ‘বেঙ্গল গেজেট‘।
৪. ইন্দিরা গান্ধিকে লেখা জহরলাল নেহেরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছেন- মুনসি প্রেমচাঁদ।
৫. বাংলা ভাষার প্রথম প্রকাশিত সংবাদপত্র – ‘দিগদর্শন‘।
৬. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় ১৮৭২ সালে। সম্পাদক বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়।
৭. কলিকাতা বিজ্ঞান কলেজের ইতিহাত অন্তর্গত হবে- বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের।
৮. মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল- ১৯১১ সালে।
৯. ‘দাদাসাহেব ফালকে‘- যুক্ত ছিলেন চলচিত্রের সঙ্গে।
১০. সাপ্তাহিক পত্রিকা ‘সোমপ্রকাশ’-এর সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ।
১১. সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী- ‘জীবনের ঝরাপাতা’।
১২. সরকারি নথিপত্র সংগ্রহ করা হয় ‘সরকারি মহাফেজখানা’ বা ‘গভর্নমেন্ট আর্কাইভে।
১৩. মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।
১৪. সর্বধর্মের সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ।
১৫. ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন।
১৬. নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন।
১৭. সাধারন গনশিক্ষা কমিটি গঠিত হয় ১৮২৩ সালে।
১৮. ‘ব্রহ্মানন্দ’ নামে পরিচিত কেশবচন্দ্র সেন।
১৯. ‘নীলদর্পন’ নাটকের লেখক দীনবন্ধু মিত্র। ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
২০. ‘গ্রামবার্তা প্রকাশিকা’- প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। সম্পাদক হরিনাথ মজুমদার।
২১. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮৫৮ সালে।
২২. কলিকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ডাঃ এম. জে.ব্রামলি।
২৩. ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ।
২৪. ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত।
২৫. প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন- কাদম্বিনী গাঙ্গুলি।
২৬.’কোলবিদ্ৰোহ'(১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল- ছোটনাগপুরে।
২৭. সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন- কোলবিদ্রোহ।
২৮. ‘বারাসাত বিদ্রোহ’ এর নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির।
২৯. ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় ১৮৬৫ সালে।
৩০. সন্নাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন- দেবী চৌধুরানী, চিরাগ আলি, ভবনী পাঠক।
৩১. ইন্ডিগো কমিশন’ বা ‘নীলকমিশন’ ১৮৬০ খ্রিস্টাব্দে গঠিত হয় জে. পি. গ্রান্ট. এর উদ্যোগে।
৩২. ‘মোপলা বিদ্ৰোহ’ ১৯২১ সালে মালাবার উপকূলে সংগঠিত হয়।।
৩৩. ইজারাদার দেবীসিংহের অত্যাচারে ‘রংপুর বিদ্রোহ’ সংগঠিত হয়।
৩৪. ভারতমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর।
৩৫. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং৷
৩৬. ‘ভারতসভার’ প্রথম সভাপতি ছিলেন আনন্দমোহন বসু।
৩৭. ‘ভারতসভার প্রাণপুরুষ’ ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী।
৩৮. বন্দেমাতরম- গানটি লেখেন ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৩৯. গোরা – উপন্যসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
৪০. ভারতের জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দ।
৪১. হিন্দুমেলার ওপর নাম ‘চৈত্রমেলা‘।
৪২. বাংলার হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী।
৪৩. বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু।
৪৪. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল – ‘এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’।
৪৫. IACS এ বিজ্ঞানী সি. ভি. রমন নোবেল পুরস্কার পান।
৪৬. ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল ১৮৫৫ সালে।
৪৭. ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা হয় ১৯০৬ সালে।
৪৮. ‘History of Hindu Chemistry’ গ্রন্থের লেখক প্রফুল্ল চন্দ্র রায়।
৪৯. প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক গঙ্গাকিশোর ভট্টাচার্য।
৫০.লহিনোটাইপ তৈরি করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার।
৫১. বাংলা ভাষায় প্রথম চিত্রিত গ্রন্থ – অন্নদামঙ্গল।
৫২. ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়।
৫৩. ‘কথাকলি‘ কেরালা রাজ্যের নৃত্যশৈলী।
৫৪. ‘কুচিপুরি‘ অন্ধ্রপ্রদেশের নৃত্যশৈলী।
৫৫. মধ্যবিত্ত শিক্ষিত বাঙ্গালীকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিল শিল্পী উদয়শংকর।
৫৬. ‘মেদিনীপুরের লক্ষীবাঈ’ নামে পরিচিত রানী শিরোমণি।
৫৭. ‘দিকু’ কথার অর্থ ‘বহিরাগত‘। অর্থাৎ বহিরাগত সুদখোর মহাজনদের বলা হয় দিকু।
৫৮. দুর্জন সিং ছিলেন ‘চুয়াড়‘ বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতা।
৫৯. ভারতের ইষ্ট-ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ১৮৫৮ সালে।
৬০. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন বিনায়ক দামোদর সাভারকর।
৬১. জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঠাকুর।
৬২. ‘হিন্দুমেলা’ সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র। প্রথম সভাপতি রাজনারায়ন বসু।
৬৩. ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে।
৬৪. ‘ভারতমাতা চিত্রটি বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত।
৬৫. ভারতের প্রথম ছাপাখানা তৈরি করেন পর্তুগীজরা গোয়াতে।
এছাড়া দেখে নিতে পারোঃ
মাধ্যমিক জীবনবিজ্ঞান চিত্র সাজেশন ২০২৩- Madhyamik Life Science Picture Suggestion
রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2023 । মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ঃ পর্ব ১