ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কত প্রকার ও কি কি?
কোন বস্তু বা পরিমাণের অংশ বা ভাগ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণি ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে।
ভগ্নাংশ=লব/হর
ভগ্নাংশ তিন প্রকার। যথা– ১. প্রকৃত ভগ্নাংশ, ২. অপ্রকৃত ভগ্নাংশ ও ৩. মিশ্র ভগ্নাংশ
প্রকৃত ভগ্নাংশ:
ভগ্নাংশের লব হর অপেক্ষা ছােট হলে, ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন, ৩/৪, ৭/১২, ৩/১০ ইত্যাদি
অপ্রকৃত ভগ্নাংশ:
ভগ্নাংশের লব, হরের সমান বা হর অপেক্ষা বড় হলে, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন, ২/২, ৬/৫, ১৯/১৩ ইত্যাদি ।
মিশ্র ভগ্নাংশ:
যে ভগ্নাংশে একটি অখণ্ড সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে অর্থাৎ যে ভগ্নাংশটি একটি অখণ্ড সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত, তাকে।
মিশ্র ভগ্নাংশ বলে। যেমন-
ইত্যাদি।
মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে এবং অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় ।
গণিত সম্পর্কে আরও কিছু পেতে আমাদের সাইটে থাকা PDF বইগুলি ডাউনলোড করুনঃ
মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কাকে বলে?
জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা কাকে বলে?
অংকে অংকে আই কিউ PDF Download(IQ Math Bengali PDF)
অংকের ধাঁধা(Anker Dhadha) PDF Download-
অঙ্ক ভাইয়া- Anko Vaiya by Chamok Hasan PDF Download
৫০৫ গাণিতিক ক্যুইজ- 505 Ganitik Quiz- 505 Math Quiz Bengali
গণিতের মজার দুনিয়া |কম্বিনেটরিক্স | দীপু সরকার ও রাফে জায়েদ
Gonitangko by Shahriar Kabir | গণিতাঙ্ক- গণিত শেখার বই pdf
গণিতের সকল সূত্র PDF | পাটিগণিতের সুত্র | বীজগণিতের সুত্র | পরিমিতির সূত্র (Math Formulas Bengali)
বর্গ নির্ণয় করার সূত্র। ঘন নির্ণয়ের সূত্র PDF
Thank you so much.😊😊😊😊😊