১.১ কারকে ক্রিয়ার সঙ্গে কার সম্পর্ক গড়ে ওঠে?
(ক) বিভক্তির
(খ) পদের
(গ) অনুসর্গের
(ঘ) বচনের।
১.২ অনুসর্গ কী জাতীয় পদ?
(ক) বিভক্তি জাতীয়
(খ) সর্বনাম জাতীয়
(গ) বিশেষ্যজাতীয়
(ঘ) অব্যয় জাতীয়
১.৩ কর্তা যাকে অবলম্বন করে কাজ করে তাকে কী কারক বলে?
ক) কর্ম
(খ) করণ
(গ) অপাদান
(ঘ) অধিকরণ।
১.৪ অনুসর্গ মাত্রই–
(ক) বিভক্তি
(খ) প্রত্যয়
(গ) অব্যয়
(ঘ) উপসর্গ।
১.৫ ক্রিয়াকে ‘কখন’ দিয়ে প্রশ্ন করলে কী পাওয়া যায় ?
-(ক) কর্ম
(খ) কর্তা
(গ) অধিকরণ
(ঘ) অপাদান।
১.৬ জগদীশবাবুর হাতে একটা থলি। থলি’ কোন কারক?
(ক) কর্তৃ কারক
(খ) করণকারক
(গ) অপাদান কারক
(ঘ) কর্ম কারক ।
১.৭ অনুসর্গ প্রধান কারক কোনটি?
(ক) কর্তৃ কারক
(খ) অধিকরণ কারক
(গ) করণ কারক
(ঘ) সম্বন্ধ পদ
।
১.৮ সম্বন্ধ পদে সাধারণত কোন্ বিভক্তি ব্যবহৃত হয়?
(ক) র, এর
(খ) এ, দে
(গ) কে, রে
(ঘ) গুলি, গুলা।
১.৯ ছাগলে কিনা খায়। ছাগলে’ কোন্ কারক?
(ক) কর্তৃ কারক
(খ) করণ কারক-
(গ) অপাদান কারক
(ঘ) কর্ম কারক।
১.১০ ‘জলে কুমির, ডাঙায় বাঘ।’—‘জলে’, ‘ডাঙায়’ কোন কারক?
ক) কর্ম
(খ) করণ।
(গ) অপাদান
(ঘ) অধিকরণ
১.১১ কাল তীর্থে যাত্রা করব।—‘তীর্থে কোন কারক?
(ক) কর্ম
(খ) নিমিত্ত
(গ) অপাদান
(ঘ) করণ।
১.১২ ‘রাজায় রাজায় যুদ্ধ করে। এই বাক্যের কর্তাটি হল—
(ক) ব্যতিহার কর্তা
(খ) সহযােগী কর্তা
(গ) প্রযােজক কর্তা
(ঘ) নিরপেক্ষ কর্তা।
১.১৩ অন্যের পরিচালনায় কাজ করে
(ক) উক্ত কর্তা
(খ) প্রযােজক কর্তা
(গ) উহ্য কর্তা।
(ঘ) প্রযােজ্য কর্তা ।
১.১৪ বাচ্য পরিবর্তনে কর্ম বদল না-হলে তা হয়—
(ক) বাক্যাংশ কর্ম
(খ) কর্ম বীপ্সা
(গ) বাচ্যাংশ কর্ম
(ঘ) অক্ষুন্ন কর্ম ।
১.১৫ সারাবাড়িতে শােরগােল পড়ে যায়।‘শশারগােল’ কোন্ কারক?
(ক) কর্তৃ কারক
(খ) করণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) কর্ম কারক
মাধ্যমিক অনলাইন মক টেস্ট | বাংলা ব্যাকরণ | সমাস
সম্পূর্ণ বাংলা ব্যাকরণ বই PDF ডাউনলোড করে নিন(Bengali Grammar Book)