১.১.‘তােরা সব জয়ধ্বনি কর!’- ‘তােরা কারা?
(ক) দেশের যুব সমাজ
(খ) কুসংস্কারে আচ্ছন্ন দেশবাসী
(গ) প্রবীণের দল
(ঘ) ছাত্র-ছাত্রী।
১.৩. ‘ওই নূতনের কেতন ওড়ে – কেতন কে?-
(ক) কবি স্বয়ং
(খ) সমস্ত সৈনিক।
(গ) কালবৈশাখীর ঝড়
(ঘ) দেশ মাতৃকা।
১৪. আসছে এবার অনাগত’—“অনাগত’ বলতে কাকে বােঝানাে হয়েছে ?
(ক) ভয়ঙ্করকে
(খ) ভবিষ্যৎকে
(গ) অনাদরকে
(ঘ) স্বাধীনতাকে।
১.৫. সিন্ধুপারের কোথায় ধমক হানা হয়েছে?—
(ক) পাকিস্তানে
(খ) ইংল্যাণ্ডে
(গ) ভূস্বর্গে
(ঘ) সিংহদ্বারে ।
১.৬. কবিতায় মহাকালের যে রূপের কথা বলা হয়েছে তা কেমন?—
(ক) চণ্ডরূপ
(খ) দণ্ডরূপ
(গ) রক্তরাগ
(ঘ) ভয়ংকর।
১.৭. বজ্ৰশিখার মশাল জ্বেলে কে আসছে?—
(ক) ডাকাতদল
(খ) শংকর
(গ) সংগ্রামী
(ঘ) ভয়ংকর ।
১.৮ সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হয়েছে?—
(ক) দাবানল
(খ) আগ্নেয়গিরি
(গ) ধূমকেতু
(ঘ) বজ্রপাত।
১.৯. “বিশ্বপাতার’ বলতে কাকে বােঝানাে হয়েছে? —
(ক) জগদীশ্বর
(খ) শুভংকর
(গ) মহাদেব
(ঘ) ভয়ংকর।
১.১০. ‘রক্ত তাহার কৃপাণ ঝােলে’—“কৃপাণ’ কী?—
(ক) তরবারি
(খ) ছুরিকা
(গ) খড়্গ
(ঘ) কিপটে।
১.১১. ‘ভয়াল তাহার নয়নকটায়,‘নয়নকটায়’ কার বহ্নিজ্বালা?—
(ক) একাদশ রবির
(খ) দ্বাদশ রবির
(গ) বহ্নিশিখার
(ঘ) রাগানলের।
১.১২. ‘দিগন্তরের কাদন’ কোথায় লুটায়?—
(ক) নয়নজলে
(খ) কপােলতলে
(গ) মহাদেবের জটায়
(ঘ) ত্রস্ত জটায় ।
১.১৩. এবার মহানিশার শেষে’ ‘করুণ বেশে’ কে আসবে?—
(ক) পাগােল
(খ) স্বরাজ
(গ) উষা
(ঘ) লতা।
১.১৪ দিগম্বরের জটায়’ কে হাসে?—
(ক) প্রভাদ-রবির কর
(খ) শিশু-চাঁদের কর
(গ) গঙ্গা-যমুনা
(ঘ) কেওটে সাপ।
১.১৫ ‘তােরা সব জয়ধ্বনি কর!’ বাক্যটি ‘প্রলয়ােল্লাস’ কবিতায় কবার ব্যবহৃত হয়েছে?—
(ক) ১৪ বার
(খ) ১৭ বার
(গ) ১৬ বার
(ঘ) ১৯ বার ।
১.১৬ ‘দেবতা বাঁধা যজ্ঞ-যুপে’ কোথায় এই যজ্ঞ-যুপ’?—(ক) অন্ধ-কারায়
(খ) বদ্ধ-ঘরে
(গ) নীল খিলানে
(ঘ) কুয়াের মধ্যে।
১.১৭ ‘আসছে নবীন’ কেন আসছে?—
ক) প্রবীণেরে করতে বরণ
(খ) দুষমনেরে করতে ছেদন
(গ) অ-সুন্দরে করতে ছেদন
(ঘ) পড়তে।
১.১৮ কে রক্ত তড়িৎ চাবুক হানে?—
(ক) রাজা স্বয়ং
(খ) বিদেশি সৈনিক
(গ) পার্থসারথি
(ঘ) মহাকাল-সারথি ।
১.১৯ কারা প্রদীপ তুলে ধরবে?—
(ক) বধূরা
(খ) নাবালিকরা
(গ) মহিলারা
(ঘ) পুরুষেরা।
১.২০ কাল ভয়ঙ্করের বেশে কে আসে?—
(ক) কালববাশেখি
(খ) মহাকাল
(গ) সুন্দর
(ঘ) অ-সুন্দর।
অভিষেক- মাইকেল মধুসূদন দত্ত- মাধ্যমিক বাংলা কবিতা থেকে mcq প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক বাংলা অসুখী একজন- পাবলো নেরুদা | মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক বাংলা ‘বামা’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের(Bibhutibhushan Bandopadhyay) গল্প PDF ডাউনলোড করুন
আয় আরো বেঁধে বেঁধে থাকি- শঙ্খ ঘোষ । মাধ্যমিক বাংলা বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q)