পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মােট বনাঞ্চলের পরিমাণ কত?
উঃ 12.000 বর্গকিমি।
প্রশ্নঃ সুন্দরবনকে বায়ােস্ফিয়ার রিজার্ভ বলে ঘােষণা করা হয়।
কবে?
উঃ 1989 সালে।
প্রশ্নঃ ভারতে মােট অরণ্যভূমির পরিমাণ মােট ভূমিভাগের কত
ভাগ?
উঃ 35.19%।
প্রশ্নঃ ভারতে পাখির কত প্রজাতি আছে?
উঃ 1,228টি।
প্রশ্নঃ পৃথিবীর মােট প্রাণী প্রজাতির কত শতাংশ ভারতে পাওয়া
যায় ?
উঃ 65. 64%।
প্রশ্নঃ পৃথিবীতে কোন প্রাণী সর্বাপেক্ষা দ্রুতহারে কমছে?
উঃ পক্ষী।
প্রশ্নঃ বন্যপ্রাণী সংরক্ষণের বাইরে আছে কোন্ প্রাণী?
উঃ কাক, বাদুর ও ইদুর।
প্রশ্নঃ কাজিরাঙা অভয়ারণ্যে কোন্ প্রাণীটিকে রক্ষা করা হয় ?
উঃ গন্ডার।
প্রশ্নঃ অ্যাজাডির্যাকটা ইন্ডিকা’ গাছটির সাধারণ নাম কী?
উঃ নিম।
প্রশ্নঃ বাজ, চিল ও শকুনজাতীয় পাখির উচ্চ মৃত্যুহার কেন?
উঃ কীটনাশক-এর কারণে।
প্রশ্নঃ আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন
বিষাক্ত গুল্ম ছড়িয়ে পড়ে ?
উঃ পার্থেনিয়াম।
প্রশ্নঃ রাজস্থানে পাখি সংরক্ষণ করা হয় কোথায় ?
উঃ ভরতপুরে।
প্রশ্নঃ গুজরাত উপকূলে প্রবাল আহরণ কবে বন্ধ হয়েছে?
উঃ 1980 সালে।
প্রশ্নঃ সিজিজিয়াম কিউমিনি’ কী?
উঃ জাম।।
প্রশ্নঃ ভারতে কত সংখ্যক জীব বর্তমানে বিলুপ্তির মুখােমুখি ?
উঃ 81টি।
প্রশ্নঃ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বিলুপ্তির মুখে আছে কটি প্রাণী?
উঃ 81টি।
প্রশ্নঃ কনভেনশান অফ বায়ােডাইভারসিটি’ 1992 সালে কোথায়
অনুষ্ঠিত হয়?
উঃ ব্রাজিলে।
প্রশ্নঃ আমাদের দেশে বন্যপ্রাণীর অভয়ারণ্যের সংখ্যা কত?
উঃ 500টি।
প্রশ্নঃ ভারতে মােট প্রাণী প্রজাতির সংখ্যা কত?
উঃ 81,000
প্রশ্নঃ ভারতে মােট খাদ্যশস্যের কতরকম প্রজাতি পাওয়া যায় ?
উঃ 51 টি ।
প্রশ্নঃ ভারতের গৃহপালিত গবাদি প্রাণীর সংখ্যা কত?
উঃ 26
প্রশ্নঃ শুধুমাত্র ভারতেই জন্মায় এমন উদ্ভিদের শতকরা পরিমাণ
কত ?
উঃ 18%
প্রশ্নঃ কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোথায় ?
উঃ অসমে।
, প্রশ্নঃ জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়?
উঃ 1972 সালে।
প্রশ্নঃ মানসিক প্রশান্তিদায়ক রেসারপিন কোথায় পাওয়া যায় ?
উঃ সর্পগন্ধার মূলে।
প্রশ্নঃ ভারতে কত রকমের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় ?
উঃ 45,000।
প্রশ্নঃ বিশ্বের সমস্ত প্রাণীসম্পদের মধ্যে কত শতাংশ ভারতে আছে?
উঃ 64%।
প্রশ্নঃ ভারতে মােট কত প্রজাতির ছত্রাক আছে?
উঃ 12.500।
প্রশ্নঃ ভারতে মােট কতরকম ফলের প্রজাতি পাওয়া যায় ?
উঃ 104টি।
প্রশ্নঃ ভারতে মােট কতরকম মশলার প্রজাতি পাওয়া যায় ?
উঃ 27টি।
প্রশ্নঃ ভারতে মােট কতরকম তন্তময় শস্য প্রজাতির সংখ্যা পাওয়া
, যায় ?
উঃ 24টি।
প্রশ্নঃ ভারতে মােট কতরকম তৈলবীজ প্রজাতির সংখ্যা পাওয়া
যায়?
উঃ 12টি।
প্রশ্নঃ ভারতে মােট ব্যাকটেরিয়া প্রজাতির সংখ্যা কত?
উঃ 850
প্রশ্নঃ ভারতে এশায় সিংহের স্বাভাবিক প্রাকৃতিক বাসস্থান কোথায় ?
উঃ গির অরণ্য।
প্রশ্নঃ যে প্রজাতিকে গত 50 বছর ধরে চিহ্নিত করা যায়নি তাদের
কী বলে?
উঃ বিলুপ্ত প্রজাতি।
এছাড়াও দেখুনঃ
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তরঃ বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম
সাধারণ জ্ঞানঃ কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়?
কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন শব্দের পূর্ণরুপ/পুরোনাম/সম্পূর্ণ নাম
বিজ্ঞানের বিভিন্ন সূত্র: কে কোন সূত্র আবিষ্কার করেন? ।
মানবদেহের বিভিন্ন অস্থির বিজ্ঞানসম্মত নামগুলি