নদীয়া জেলা(Nadia District) GK কুই্যজ প্রশ্ন ও উত্তর | West Bengal G.K Bengali
নদীয়া জেলাঃ
জেলারূপে স্বীকৃতি লাভ : ২৩ ফেব্রুয়ারী, ১৯৪৮।
সীমানা : উত্তরে মুর্শিদাবাদ, দক্ষিণে উত্তর ২৪ পরগণা, পূর্বে বাংলাদেশ, এবং পশ্চিমে বর্ধমান। এই জেলা প্রেসিডেন্যে বিভাগের অন্তর্গত।
আয়তন : ৩৯২৭ বর্গকিমি।
সদরদপ্তর : কৃষ্ণনগর
মহাকুমা : ৪টি কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, তেহট্ট
জনসংখ্যা ৫১,৬৮,৪৮৮।
পুরুষ : ২৬,৫৫,০৫৬, মহিলা : ২৫,১৩,৪৩২।
জনসংখার ঘনত্ব : প্রতি বর্গকিমিতে ১৩১৬।
জনসংখ্যার বৃদ্ধির হার : ১২,২৪%, (২০০১-২০১১)।
লিঙ্গের হার : প্রতি ১০০০ পুরুষে মহিলা : ৯৪৭।
সাক্ষরতার হার : ৭৫.৫৮%, পুরুষ ৭৯.৫৮%, মহিলা : ৭১.৩৫%।
লােকসভার আসন : ২টি।
বিধানসভার আসন : ১৭টি।
পুরসভা : ২৯টি।
জেলাপরিষদ : ১, আসন সংখ্যা : ৪১টি।
গ্রাম পঞ্চায়েত : ১৮৭ টি, আসন সংখ্যা : ৩১১৪টি।
পায়েত সমিতি : ১৭টি, আসন সংখ্যা : ৫১২টি।
থানা : ৩৫টি।
গ্রাম : ১৯।
পুরসভা : ১০টি।
শহরবাসী : ২১.১৭%।
ব্লক : ২২টি।
নদ-নদী-জলঙ্গি ও চুর্ণি।
কৃষি : ধান, প্রধান ফসল, এছাড়া ডাল, তৈলবীজ এবং সজি চাষ হয়।।
শিল্প : মৃৎশিল্পে কৃয়নগরের খ্যাতি। নবদ্বীপ ও রানাঘাটে নির্মিত কাসার বাসন বিখ্যাত। হরিণঘাটায় রয়েছে দুগ্ধ প্রকল্প। শান্তিপুরে তাঁত শিল্প উল্লেখযােগ্য।
দর্শনীয় স্থান : শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, নবদ্বীপ, মায়াপুরে ইসকন মন্দির, পলাশির। প্রান্তর ও আমবাগান, বেথুয়াডহরি অভয়ারণ্য।।
বিখ্যাত ব্যক্তি : বৈষ্ণবধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যদেব, বাংলার রামায়ণ রচয়িত কৃত্তিবাস ওঝা, কৃয়নগরের মহারাজ কৃষ্ণচন্দ রায়, প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র, কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, বিখ্যাত অভিনেতা দেবীকা রাণী, উল্লেখযােগ্য ব্যক্তিত্ব রামতনু লাহিড়ী, সাহিত্যিক পরশুরাম, লক্ষ্মণ সেনের সভাকবি ধােয়ী, গীতগােবিন্দ রচয়িতা কৃষি জয়দেব, ধর্মসংস্কারক। বিজয়কৃষ্ণ গােস্বামী, উদারপন্থী কবি গায়ক ফকির, পণ্ডিত মদনমােহন তর্কালঙ্কার, সাহিত্যিক বিমল মিত্র, অভিনেতা। সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি যতীন্দ্র মােহন বাগচী, লেখক মির যােশারফ হােসন, কাঙাল হরিনাথ মজুমদার, অ্যাথলেট সােমা। বিশ্বাস ও জ্যোর্তিময়ী শিকদার, মহিলা ক্রিকেটার ঝুলন গােস্বামী প্রমুখ।
কোণ, নং : NA.
নদীয়া জেলার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তরঃ
নদিয়া জেলার আয়তন কত?
উঃ ৩৯২৭ বর্গকিমি.।।
নদিয়া জেলার লােক বসতির ঘনত্ব প্রতি বর্গকিমিতে কত? |
উঃ ২১২৭ জন।
নদিয়া জেলার সীমানা উল্লেখ করাে।
উঃ উত্তরে মুর্শিদাবাদ, দক্ষিণে উত্তর চব্বিশ পরগণা, পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে বর্ধমান।
নদিয়া জেলার জেলা সদর কোনটি ?
উঃ কৃষ্ণনগর।
নদিয়া জেলার মহকুমা কটি ও কী কী?
উঃ ৪টি। কল্যাণী, তেহট্ট, রানাঘাট ও কৃষ্ণনগর।
কার নেতৃত্বে মুসলিম শক্তি নদিয়া জয় করেছিল?
উঃ ইখতিয়ার উদ্দিন মহম্মদ বখতিয়ার খলজী। ।
নদিয়ার কোন স্থানে ইংরেজ শক্তির শাসনের সূচনা হয়েছিল?
উঃ পলাশিতে।।
নবদ্বীপ কথাটির অর্থ কী?
উঃ নতুন পলিগঠিত দ্বীপ।
নবদ্বীপ শহরের প্রতিষ্ঠাতা কে?
উঃ রাজা লক্ষণ সেন।
চৈতন্যদেব কত শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন?
উঃ পঞ্চদশ শতাব্দীতে (১৪৮৬ সনে)।।
নদিয়া জেলার গ্রাম পঞ্চায়েত কটি ?
উঃ ১৮৭টি।
নদিয়া জেলার পুরসভা কটি ?
উঃ ১০টি।
নদিয়া জেলার ব্লক ও থানা কটি ?
উঃ ব্লক ১৭টি ও থানা ২২টি।
নদিয়া জেলায় ক’টি কৃষি গবেষণা কেন্দ্র আছে?
উঃ ৪টি।
দুধ উৎপাদনে নদিয়া জেলা কোন স্থান অধিকার করে?
উঃ প্রথম স্থান।
নদিয়া জেলার কয়েকটি উৎপাদিত কৃষিজ দ্রব্যের নাম লেখাে।
উঃ ধান, গম, আখ ও পাট।
নদিয়া জেলার প্রধান শিল্প কী কী?
উঃ মৃৎ শিল্প, তাঁত বস্ত্র, ওষুধ, রাসায়নিক সামগ্রী ও অ্যালকোহল।
‘ নদিয়া জেলার কয়েকটি নদীর নাম লেখাে।।
‘উঃ ইছামতী, চুর্ণী, জলঙ্গী, ভাগীরথী, ভৈরব ও মাথাভাঙা।।
নদিয়া জেলার অভয়ারণ্যটির নাম লেখাে। ।
উঃ বেথুিয়াডহরী অভয়ারণ্য।
নদিয়া জেলার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখাে।
উঃ কৃষ্ণনগর। রাজবাড়ি, নবদ্বীপে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জন্মস্থান, কবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান ফুলিয়া, মায়াপুর ইস্কন মন্দির, রাসযাত্রায় শান্তিপুর প্রভৃতি।
‘বাংলার বিক্রমাদিত্য’ কাকে বলা হয়?
উঃ রাজা কৃষ্ণচন্দ্র রায়।।
ইংরেজরা রাজা কৃষচন্দ্রকে কী উপাধি দিয়েছিলেন?
উঃ রাজেন্দ্র বাহাদুর।
নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কী?
উঃ ভবানন্দ মজুমদার।
নদিয়া জেলাতে গ্রীষ্মে প্রচণ্ড গরম অনুভব হয় কেন?
উঃ কর্কটক্রান্তি রেখার ওপর অবস্থিত বলে।।
লক্ষণ সেন কী উপাধি গ্রহণ করেছিলেন?
উঃ পরমবৈষ্ণব।
নদিয়া জেলার দুইটি বিখ্যাত কুটির শিল্পের নাম কী ?
উঃ কৃষ্ণনগরের মৃৎশিল্প এবং শান্তিপুরের তাঁতশিল্প।
অন্যান্য জেলার জিকে প্রশ্ন ও উত্তরঃ
Jalpaiguri District(জলপাইগুড়ি জেলা) Important G.K Question and Answer in Bengali
Malda District(মালদা জেলা) all Important General Knowledge Question and Answer in Bengali