জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা কাকে বলে?
জোড় সংখ্যাঃ
যে সংখ্যাকে সমান দুভাগে ভাগ কয়ার যায় অর্থাৎ ২ দিয়ে নিঃশেষে বিভাগ করা যায় তাকে জোড় সংখ্যা বলে। যেমন- ২, ৪, ৬, ৮…………ইত্যাদি।
বিজোড় সংখ্যাঃ
যে সংখ্যাকে সমান দুভাগে ভাগ করা যায় না বা ২ দিয়ে নিঃশেষে বিভাগ করা যায় না তাকে বিজোড় সংখ্যা বলে। যেমনঃ ১, ৩, ৫, ৭, ৯……………ইত্যাদি।
জোড় ও বিজোড় সংখ্যা চেনার উপায়ঃ
যে সমস্ত সংখ্যা ২ দ্বারা বিভাজ্য অর্থাৎ যে সমস্ত সংখ্যার এককের ঘরের অঙ্ক ২, ৪, ৬, ৮ বা ০ তারা জোড় সংখ্যা। যেমন—২, ৫৪, ১৫৬, ৯০৯৮, ১৫৮৩৪০, ইত্যাদি।
আবার যে সব সংখ্যা ২ দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ যে সব সংখ্যার এককের ঘরের অঙ্ক ১, ৩, ৫, ৭ বা ৯, তারা বিজোড় সংখ্যা। যেমন—১, ২৩, ৬৯৫, ২০৬৭, ৭২০৩৮৯, …. ইত্যাদি।
জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা সম্পর্কিত কয়েকটি নিয়ম জেনে রাখুনঃ
জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড় সংখ্যা
জোড় সংখ্যা ⁻ জোড়সংখ্যা = জোড় সংখ্যা
বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = জোড় সংখ্যা
বিজোড় সংখ্যা ⁻ বিজোড় সংখ্যা = জোড় সংখ্যা
জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড় সংখ্যা
জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড় সংখ্যা
বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা
গণিত সম্পর্কে আরও কিছু জানতে আমাদের সাইটে থাকা PDF বইগুলি ডাউনলোড করুনঃ
গণিতের মজার দুনিয়া |কম্বিনেটরিক্স | দীপু সরকার ও রাফে জায়েদ
Gonitangko by Shahriar Kabir | গণিতাঙ্ক- গণিত শেখার বই pdf
গণিতের সকল সূত্র PDF | পাটিগণিতের সুত্র | বীজগণিতের সুত্র | পরিমিতির সূত্র (Math Formulas Bengali)
বর্গ নির্ণয় করার সূত্র। ঘন নির্ণয়ের সূত্র PDF