জাতীয়তাবাদ কাকে বলে? আনন্দমঠ’ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদ বিকাশে সহায়তা করেছে।
উত্তর : জাতীয়তাবাদ কাকে বলে তা নিয়েও নানা মতামতের অস্তিত্ব রয়েছে। তবে সংক্ষেপে বলা যায় যে, জাতীয়তাবাদ হল একটি ঐক্যের অনুভূতি। যেমন কোনো নির্দিষ্ট এলাকায় বসবাসকারী জলবায়ুর মধ্যে জাতি, ধর্ম, ভাষা প্রভৃতি এক বা একাধিক কারণে গভীর ঐক্যবোধের সৃষ্টি হয়, তখন সেই ঐক্যবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয় তাকে জাতীয়তাবাদ বলে।
‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাতীয়তাবাদের স্ফুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। দেশকে ‘মা’ বলে কল্পনা করে সন্তানদল’-এর আদশে দেশের যুব সম্প্রদায়কে আনন্দমঠ উজ্জীবিত করেছিল। গোটা উপন্যাসটি ভারতের জাতীয়তাবাদ বিকাশের ‘গীতা’ স্বরূপ।
জাতীয়তাবাদ বৃদ্ধি : ‘আনন্দমঠ’ উপন্যাসটি নানাভাবে এদেশে জাতীয়তাবাদ বৃদ্ধিতে সহায়তা করেছিল। যেমন-
(১) সন্তানদলের আদর্শ : আনন্দমঠের ‘সপ্তানদল’-এর আদর্শ যুবসমাজকে উদ্বেলিত করে তুলেছিল। সন্তানদলের আদর্শে এখানে বহু বিপ্লবী সমিতি উঠেছিল। অনুশীলন সমিতি তার মধ্যে অন্যতম।
(২) দেশমাতৃকার ধারণা : দেশকে মা বলে কল্পনা করে এই উপন্যাস স্বদেশ প্রেমের জোয়ার সৃষ্টি করেছিল। তাই উপন্যাসে মহেন্দ্র জিজ্ঞাসা করে ‘এত দেশ, এ মা নয়’; তখন ভবানন্দ উত্তর দেয় –“আমরা অন্য মা মানিনা….. আমরা বলি, জন্মভূমিই জননী।”
(৩) নারীমনে দেশাত্মবোধের : উপন্যাসে র পুরুষরা নয়, নারীরাও দেশোদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিল। আনন্দমঠ উপন্যাসের অন্যতম নারীচরিত্র কল্যাণী ও শান্তির আদর্শে তাই অনেকেই (বীণা দাশ, প্রীতিলতা) অনুপ্রাণিত হয়েছিলেন।
(৪) সাংস্কৃতিক পটভূমি তৈরি : উপন্যাসের সংগীত, ধর্মীয় চেতনাবোধ, ধ্বনি প্রভৃতি বঙ্গদেশে আলাদা চেতন সৃষ্টি করেছিল। ‘বন্দে মাতরম্’ ধ্বনি জাতীয়তাবাদের বীজমন্ত্র স্বরুপ কাজ করেছিল।
(৫) চরমপন্থী ধ্যানধারণার : বিকাশ ও উপন্যাসে রাজনৈতিক ডাকাতি, অস্ত্র নির্মাণ ও সংগ্রহ, সন্তানদলের মানসিক ও শারিরীক দৃঢ়তা তৎকালীন সমাজকে প্রভাবিত করেছিল। ফলে বহু গুপ্তসমিতি বিপ্লবের কাজে অর্থসংগহহের জন্য এই পথ অবলম্বন করতে থাকে।
(৬) ভষাশৈলি : উপন্যাসের বর্ণনাশৈলী, পরিকল্পনার বাঁধন জাতীয়তাবাদের সৃষ্টির সহায়তা করেছিল।
উপসংহার : নরমপন্থার তীব্র সমালোচনা করে দেশ মুক্তির নতুন পথের সন্ধান দিয়েছিল আনন্দমঠ উপন্যাস। তবে এই উপন্যাসের মধ্যে অনেকে হিন্দু পুনরুজ্জীবনের ঝোঁক লক্ষ করেছেন। তবে সমালোচনা যাই থাকুক না কেন, জাতীয়তাবাদের উন্মেষে এই উপন্যাসের ভূমিকাকে অস্বীকার করা যায় না।
Check Also:
Madhyamik History Important Question & Answer in Bengali
Madhyamik History Suggestion 2020 with Answer