ছোটদের নীতিকথামূলক গল্প। Chotoder Golpo
শিয়াল ও আঙুর ফলঃ
বর্ষাকাল। তিন দিন ধরে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির শেষ নেই। মাঠ-ঘাঠ জলে ভর্তি। এক শিয়াল খাবারের খোঁজে কোথাও বেরােতে পারেনি। আর খিদের জ্বালায় থাকতে না পেরে শিয়ালটি বনের মধ্যে খাবারের সন্ধানে ঘুরতে লাগল। হঠাৎ একটি ঝােপের দিকে তার নজর পড়ল। দেখল ঝােপের পাশে একটি আঙুর গাছ এবং অনেক পাকা আঙুরের থােকা ঝুলছে। খিদের জ্বালায় সেই আঙুর খেয়েই পেট ভরাবে বলে শিয়ালটি ঠিক করল। আর এ কথা ভাবতেই তার জিভে জল এসে গেল। কিন্তু অত উঁচুতে থাকা আঙুরগুলি সে কিভাবে পাবে ভাবতে লাগল। একটা উপায় তার মাথায় এল – সে লাফ দিয়ে আঙুর পাড়বে। সে আঙুরের থােকাগুলির নিচে লাফাতে শুরু করল। কিন্তু শিয়ালটি কিছুতেই আঙুরের নাগাল পেল না। অবশেষে, শিয়ালটি হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। যেতে যেতে সে বলতে লাগল – আঙুরগুলাে টক। ঐ আঙুর আমি খেতেও পারতাম না – আর খেলেও আমার পেট ভরতাে না।
* নীতি — নিজের অযােগ্যতা ঢাকতে পরনিন্দা করা উচিত নয়।
বুদ্ধিমান কাকঃ
গরমকাল। রােদের প্রচণ্ড তাপে খাল-বিল-পুকুর-ডােবা-শুকিয়ে গেছে। চারদিকে জলের অভাব। সেই সময় একটি তৃষ্ণার্ত কাক আকাশে উড়ছিল। একটু জলের খোঁজে সে অনেকক্ষণ ধরে উড়ছে আর উড়ছে। কিন্তু কোথাও সে একটু জল দেখতে পাচ্ছে না। হঠাৎ সে দেখতে পেল একটি কলসী। এক নির্জন স্থানে একটি গাছের তলায় কলসীটি বসানাে আছে। তখনি উড়ে গিয়ে সে কলসীটার উপরে বসল। কিন্তু তার কপাল খুবই খারাপ। একেবারে কলসীটার তলায় একটু জল পড়ে আছে – সে খাবে কি করে? মুখ অনেক নিচে নামিয়েও জলের নাগাল পাওয়া গেল না। সে সােজা হয়ে কলসীটার উপর বসে ভাবতে লাগল। সে দেখল কলসীটার আশেপাশে অনেক নুড়িপাথর পড়ে আছে। তখন তার মাথার একটা বুদ্ধি খেলে গেল। সে ঠোঁট দিয়ে দিয়ে নুড়ি এনে এনে কলসীর ভিতর ফেলতে লাগল। এইভাবে নুড়ি ফেলতে ফেলতে জল উপরে উঠে এল। যখন কাকের ঠোঁটের নাগালে জল এল, তখন সে মনের সুখে জল পান করে তৃষ্ণা মিটিয়ে আবার উড়ে চলে গেল।
নীতি – ইচ্ছা থাকলেই উপায় হয়।
দুঃখীর চেয়েও দুঃখী
* নীতি – কখনও নিজেকে দুঃখী ভাবতে নেই।
লোভী কুকুর
একদিন একটি কুকুর রাস্তায় যেতে যেতে এক টুকরাে মাংস কুড়িয়ে পেল। খুব খুশি হয়ে সে মাংসের টুকরােটি মুখে করে ছুটতে লাগল। তার ইচ্ছা হল নদীর ওপারে গিয়ে জঙ্গলের আড়ালে বসে বেশ তৃপ্তি করে মাংসটি খাবে। নদীর উপরে একটি সাঁকো আছে। নদীটি পার হবার জন্যে সে সেই সাঁকোটির উপর দিয়ে ছুটতে লাগল। মুখে মাংসের টুকরাে থাকার জন্য তার মুখটি নিচু। সেই অবস্থায় সাঁকোর উপর দিয়ে ছুটত ছুটতে হঠাৎ তার নজর পড়ল নদীর জলে। সে দেখল, তারই মত একটি কুকুর মুখে এক টুকরাে মাংস নিয়ে ছুটে চলেছে। আসলে সে তার ছায়া বা প্রতিবিম্ব দেখেই ভাবল অন্য একটি কুকুর মাংস নিয়ে ছুটে চলেছে। সে আরও লােভী হয়ে উঠল। সে ভাবল – মুখে আমার একটুকরাে মাংস আছে – যদি ঐ কুকুরকে। ভয় দেখিয়ে ঐ টুকুরােটি কেড়ে নিতে পারি তাহলে ওপারে গিয়ে মনের সুখে খাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। নিচের কুকুরটাকে ভয় দেখাবার জন্য ঘেউ ঘেউ করে উঠল আর তার ফলে নিজের মুখের মাংসের টুকরােটা জলে পড়ে গেল। কুকুরটি অবাক হয়ে জলের দিকে তাকিয়ে রইল।
নীতি – অতি লােভ ভাল নয়।
আরও দেখুনঃ
Bangla Goyenda Golpo- বাংলার সেরা গোয়েন্দা গল্প pdf
Adhunik Ishoper Golpo(ঈশপের গল্প) by Muhammed Zafar Iqbal
Golpo Guccho (গল্পগুচ্ছ ) by Rabindranath Tagore Free PDF Book Download
Bengali Jokes pdf Download | Bangla Hasir Golpo pdf Download