কোচবিহার – G.K in Bengali | West Bengal G.K in Bengali
একনজরে কোচবিহারের সাধারণ জ্ঞান দেখুন।
কোচবিহার
জেলারূপে স্বীকৃতি লাভ : ১ জানুয়ারী, ১৯৫০।
সীমানা : উত্তরে জলপাইগুড়ি, দক্ষিণে বাংলাদেশ, পূর্বে আসাম, পশ্চিমে বাংলাদেশ। এই জেলা জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের অন্তর্গত।
আয়তন : ৩,৩৮৭ বর্গ কিমি।
সদর দপ্তর : কোচবিহার।
মহকুমা : ৫টি, কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ।
জনসংখ্যা : ২৮,২২,৭৮০, পুরুষ : ১৪,৫৩,৫৯০, মহিলা : ১৩,৬৯,১৯০।
জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমিতে ৮৩৩।
জনসংখ্যা বৃদ্ধির হার : ৭৫.৪৯%, পুরুষ : ৮১.৫২%, মহিলা : ৬৯.০৮%,
লােকসভার আসন : ১টি।
বিধানসভার আসন : ৯টি।
জেলাপরিষদ : ১, আসন সংখ্যা : ২৬।
গ্রাম পঞ্চায়েত : ১২৮, আসন সংখ্যা : ১৯০৫।
পঞ্চায়েত সমিতি : ১২টি, আসন সংখ্যা : ৩৩৯টি।
থানা : ১১টি।
শহরবাসী : ৯.১০%।
ব্লক : ১২টি।
কৃষি জমি : ৩৩১ ৫৬ হাজার হেক্টর)।
কোড নং : KB.
কৃষিজাত পণ্য : ধান, গম, পাট, সরষে, আখ, আনারস।
লােকনৃত্য : রাভা।
শিল্প ; পাট শিল্প শােলার কাজ, বাদ্যযন্ত্র তৈরি, মেখনি দিয়ে তৈরি জাওলা নামক ব্যাগ, চামড়ার চটি ইত্যাদি।
দর্শনীয় স্থান : রাজপ্রসাদ, কামতেশ্বরী দেবীর মন্দির, রসিকবিল পক্ষীআলয়।
বিখ্যাত ব্যক্তিত্ব ; সাহিত্যিক মিয়ভূষণ মজুমদার, পল্লীগীতির সুখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন আহমদ।
অন্যান্য জেলার জিকে প্রশ্ন ও উত্তরগুলিও পড়ুনঃ
নদীয়া জেলা GK কুই্যজ প্রশ্ন ও উত্তর | West Bengal G.K Bengali
Malda District(মালদা জেলা) all Important General Knowledge Question and Answer in Bengali
Jalpaiguri District(জলপাইগুড়ি জেলা) Important G.K Question and Answer in Bengali