ইংরেজিতে কথা বলার উপায় | পর্ব- ২ঃ
ইংরেজিতে কথা বলতে হলে, আপনাকে প্রতিটি কাঠামো অনুশীলন করতে হবে যাতে আপনার এই ধরনের অনেক বাক্য উচ্চারণ করতে কোন অসুবিধা না থাকে।
যাইহোক,আজকের Sentence এর Structure(কাঠামো) হলঃ
subject + verb “to be” + past participle.
Past Participle: যখন কোন কিছু এক অবস্থা থেকে অন্য অবস্থায় সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় তখন সেই পরিবর্তিত অবস্থার জন্য ব্যবহার Past Partciple করা হয়।
নিচে কিছু বাক্যের উদাহরণ দেওয়া হলঃ
আমি সন্তুষ্ট।
— I am satisfied.
আমি অবাক হলাম
–I was surprised.
চেয়ারটা ভেঙে গেছে।
— The chair is broken.
জামাটা ছিড়ে গেছে
— The shirt is torn
এই রিংটি সোনার তৈরি।
— The ring is made of gold.
Past Participle দিয়ে Interrogative Sentence(প্রশ্নবোধক বাক্য) তৈরি করার Sentence Structure:
Interrogative word + helping word+possessive noun+ past participle+object
যেমনঃ
তোমার ছেঁড়া জামাটি কোথায়?
— Where’s your torn shirt?
আমার ধোয়া কাপড়গুলি কোথায়?
—Where are my washed clothes
ভাঙ্গা চেয়ার গুলি কোথায় রেখেছো?
— Where did you put the broken chairs?
*****এই কাঠামোর কিছু বাক্য তৈরি করো এবং নিয়মিত সেগুলিকে প্র্যাকটিস করো | ধন্যবাদ
আমাদের সাইটে ইংরেজিতে কথা বলার জন্য অনেকগুলি পিডিএফ(PDF) বই যুক্ত করা হয়েছে এই পিডিএফ বই গুলি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন.
Best Sentence structures for Spoken English in Bengali
Shafin’s Spoken English Book in Bengali
Saifurs Spoken English PDF | Zero to Hero in English | Bengali PDF
Very helpful this.