আমাদের জাতীয় পতাকা | ছোটদের বাংলা রচনা
প্রত্যেকটি স্বাধীন দেশের নিজস্ব জাতীয় পতাকা আছে। আমরা ১৯৪৭ খ্রীস্টাব্দে ১৫ই আগস্ট স্বাধীনতা পেয়েছি এবং আমাদেরও নিজস্ব একটি জাতীয় পতাকা হয়েছে। আমাদের জাতীয় পতাকা গেরুয়া, সাদা ও সবুজ — সমান তিনটি রংয়ে ভাগ করা। সবার উপরে আছে গেরুয়া রং – যার বিশেষ অর্থ হল সাহস ও ত্যাগী। মাঝে আছে সাদা রং— যার বিশেষ অর্থ হল শান্তি ও শৌর্য। নিচে আছে সবুজ রং – যার বিশেষ অর্থ হল পবিত্রতা ও সজীবতা। পতাকার মাঝখানে আছে অশােক চক্র। যার বিশেষ অর্থ হল ন্যায় ও বিশ্ব ভ্রাতৃত্বের আহ্বান। দেশ ও জাতির মহান ঐতিহ্যের ধারক ও বাহক হল জাতীয় পতাকা। এই পতাকার যাতে কখনও অমর্যাদা না হয় তার দিকে লক্ষ্য রাখা প্রতিটি ভারতবাসীর অবশ্যই কর্তব্য।
অন্যান্য বাংলা রচনাঃ
বর্ষাকাল বাংলা রচনা । ছোটদের বাংলা রচনা(Bangla Rachana for Kids)
শরৎকাল বাংলা রচনা । ছোটদের বাংলা রচনা (Bangla Rachana)